| |
               

মূল পাতা প্রবাস ৬ মাসে ১৮ হাজার ৪৮৬ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত


৬ মাসে ১৮ হাজার ৪৮৬ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত


প্রবাস ডেস্ক     25 September, 2023     01:54 PM    


কুয়েতে বর্তমানে প্রায় ২ লাখ অবৈধ অভিবাসীর বসবাস– এমন তথ্য দেশটির সরকারের। এ অবস্থায় অবৈধ অভিবাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ অভিবাসীর সংখ্যা শূন্যে নামিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্থানীয় প্রশাসন।

দেশটির ট্রাফিক সচেতনতা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওয়াফ আল-হায়ান জানান, গত মার্চ থেকে আগস্টের মধ্যে ১৮,৪৮৬ প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে। অভিযানে আটকদের অপরাধগুলোর হলো– আকামা আইন লঙ্ঘন; মাদক বেচাকেনা; পতিতাবৃত্তি; ট্র্যাফিক লঙ্ঘন যেমন- উচ্চ গতি, সিগনালে লাল আলো অতিক্রম করা, ব্যক্তিগত গাড়িতে যাত্রী সেবা দেওয়া এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো।

য়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে বিভিন্ন অভিযানে গ্রেফতারদের মধ্যে প্রায় ১৮ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের অনেককে স্থানীয় আইন অনুযায়ী জেল-জরিমানাও করা হয়েছে। এসব অভিবাসীর মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও মিশরের নাগরিকরা।

দেশটির স্থানীয় আইনে এক মালিকের ভিসায় কাজের জন্য আসার পর অন্য মালিকের কাজ করা আকামা আইনের লঙ্ঘন। বাংলাদেশিরা ৬ থেকে ৭ লাখ টাকায় ভিসা কিনে কোম্পানির কম বেতনের চাকরি করেন। বাড়তি আয়ের আশায় তারা ডিউটি শেষে বাইরে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় প্রশাসনের অভিযানে গ্রেফতার হচ্ছেন। পরে নিঃস্ব হয়ে ফিরছেন দেশে।